বিশ্রাম
- প্রতিরাতে 8 থেকে 10 ঘণ্টা এবং দুপুরে দুই ঘন্টা বিশ্রাম নিতে হবে।
খাবার
- মাছ মাংস ডিম সবজি ডাল ও ফল বেশি করে খাবেন
- বেশি পরিমাণে পানি খাবেন
- ভাজাপোড়া ও বাসি খাবার খাবেন না
কাজকর্ম
- গর্ভাবস্থায় ভারী কাজ করবেন না
- স্বাভাবিক কাজকর্ম করা যেতে পারে
- পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতে হবে
- প্রতিদিন গোসল করুন
- দিলা পোশাক পরুন
- হাই হিল বা উঁচু জুতা পরবেন না
ভ্রমণঃ
- গর্ভাবস্থায় নিয়মিত হাঁটাচলা করুন
- প্রথম তিন মাস এবং শেষে দুই মাস দীর্ঘ ভ্রমণে যাবেন না
- বাসে ও ঝাঁকুনিযুক্ত লম্বা ভ্রমণ এড়িয়ে চলুন।
- ভ্রমণের ক্ষেত্রে ট্রেন নিরাপদ।
সতর্কতাঃ
- গর্ভ অবস্থায় নিয়মিত ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
- যেকোনো জরুরি অবস্থায় হাসপাতালে যোগাযোগ করুন।