
কবি- মোঃ অনিক দেওয়ান
হারিয়ে যাচ্ছে সবকিছু
থমকে গেলো জীবন
দুর্ভাগ্য সময় এসে
কেড়ে নিলো মরণ।
বেচেঁ থাকা কঠিন বড়ই
অদ্ভুত এ-জীবন
দুর্ঘটনা ঘটে যায়
সময় যেন এমন।
যার জীবনে ঝড় যায়
সে বুঝে ঝড়ের আঘাত
মনের কষ্ট সহ্য করে
কাঁদে সে-দিনরাত।
যার জীবন সে বুঝে
জীবন কাকে বলে?
বেচেঁ থাকতে হলে
অভিনয় করে চলে।