আজঃ Wed, July 02, 2025 - 8:07:24
unlimited

অরুন নন্দী

কৃতি সন্তান
জিসান আহমেদ
পোস্টঃ 10/07/2020

১৬ নভেম্বর ১৯৪১ সালে বাংলাদেশের চাঁদপুর জেলার সদর উপজেলার বাগাদী গ্রামের নন্দী পরিবারে জন্মগ্রহণ করে। নন্দীর পরিবার কলকাতায় স্থায়ী হলেও অরুণ নন্দী দেশ ছাড়তে সম্মত হননি। ব্যক্তিগত জীবন নন্দী চিরকুমার ছিলেন।

অরুন নন্দী বিশ্বখ্যাত বাংলাদেশী সাঁতারু। (১৬ নভেম্বর ১৯৪১ - ২৬ নভেম্বর ২০০৮) তিনি ১৯৭১ সালে জনসচেতনতা বৃদ্ধি এবং মুক্তিযোদ্ধাদের জন্যে তহবিল সংগ্রহে কলকাতার কলেজ স্কয়ারে ৯০ ঘণ্টা ৫ মিনিট সাঁতার কেটে বিশ্ব রেকর্ড গড়েন। তিনি বাংলাদেশের সর্বোচ্চ ক্রীড়া পদক জাতীয় ক্রীড়া পুরস্কার-১৯৬৬ বিজয়ী সাঁতারু।
upazila ads
© শ্যামল বাংলা 2025