আজঃ Tue, July 01, 2025 - 4:49:40
Union ads Xx

শুধু এক তার দিয়ে বিদ্যুৎ ব্যাবহার করছে  প্রায় ৪০০ গ্রাহক

খবর
Admin
পোস্টঃ 02/01/2021

নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ জেলা ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়ন এর ফতেনগর গ্রামবাসী বিদ্যুৎ এর আলো দেখতে পায় ৯জানুয়ারী ২০২০।সাধারন একটু ঝড় বা বৃষ্টি আসলেই বিদুৎ এর মুখ দেখতে পায় না এলাকাবাসী। এলাকাবাসী সূত্রে জানা যায় ৩ মাস পূর্বে ঝড়ে আর্থিন তার ছিড়ি যায়।এলাকাবাসী সাথে সাথে আঠারবাড়ী অভিযোগ কেন্দ্রে জানায় এবং বিদ্যুৎ এর লোক তা পরিদর্শন করে যায়। কিন্তু তারা তা সংশোধন না করে চলে যায় ।

ফলে প্রায় প্রায় ৩ মাস ধরে তারা শুধু এক তার দিয়ে বিদ্যুৎ ব্যাবহার করছে। মেইন  আর্থিন ছাড়া প্রায় ৪০০গ্রাহক বিদুৎ ব্যাবহার করছে প্রায় তিন মাস ধরে । তাতে বিদ্যুৎ ভোল্টেজ  সমস্যা  কারণে তাদের বৈদ্যুতিক লাইট অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান গ্রাহকরা।

এলাকাবাসী দাবি জানায় বিদুৎ উর্ধ্বতন কমকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং নিরাপদ বিদ্যুৎ সংযোগ চায়।

unlimited
© শ্যামল বাংলা 2025