আজঃ Wed, December 24, 2025 - 5:55:38
upazila ads

বাংলাদেশ বার্তা পএিকার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

খবর
Admin
পোস্টঃ 28/12/2020

মোঃ সাহরিয়ার কবির,ঢাকা জেলাঃ প্রতিনিধি

বাংলাদেশ বার্তা পএিকার উদ্যোগে শীতার্তদের মধ্যে ঢাকার শাহবাগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

ঢাকা থেকে প্রকাশিত জাতীয় সাপ্তাহিক বাংলাদেশ বার্তা পএিকার উদ্যোগে নিজস্ব অর্থায়নে গত ২৭ শে ডিসেম্বর রবিবার রাত ৮টায় শাহবাগে গরীব অসহায় শীতার্ত মানুষদের মধ্যে কয়েকটা স্থানে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বার্তা পএিকার সম্পাদক ও প্রকাশক নবাব হাসান চৌধুরী,বাংলাদেশ বার্তা পএিকার বরিশাল বিভাগ প্রধান কামাল হোসেন, ঢাকা মহানগর প্রতিনিধি মোঃ মোজাম্মেল হোসেন, মোহাম্মদপুর প্রতিনিধি নুরনবী, ধানমন্ডি প্রতিনিধি আলী আকবর ও মিরপুর প্রতিনিধি আল-আমিন প্রমুখ।

এ সময় বাংলাদেশ বার্তা পএিকার সম্পাদক নবাব হাসান চৌধুরীর কাছে অসহায় মানুষের পাশে থেকে কাজ করার বিষয় সম্পর্কে জানতে চাইলে দৈনিক শ্যামল বাংলা কে বলেন কল্যানের পথে আসুন আজানে যা বার বার বলা হয় তার ধারাবাহিকতায় পড়ো বাংলাদেশ ব্যাপী বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেছি,মানুষের কল্যাণে কিছু করতে পাড়লে নিজের মনে অনেক যে তৃপ্তি পাই এ শান্তি আর কোথাও পাইনা তাই আমার সামর্থ অনুযায়ী অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ।

upazila ads
© শ্যামল বাংলা 2025