আজঃ Wed, May 21, 2025 - 5:14:46
unlimited

রাণীশংকৈলে জঙ্গল মারা বিষ প্রয়োগ করে গম পুড়িয়ে দেয়ার অভিযোগ

খবর
আবদুল্লাহ আল নোমান
পোস্টঃ 26/12/2020

আবদুল্লাহ আল নোমান, ঠাকুরগাঁও প্রতিনিধি::-

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কাতিহার মাধবপুর নামক গ্রামে পূর্ব শত্রুতার জেরে রাতের অন্ধকারে ৩৫ শতাংশ জমির গম কীটনাশক ওষুধ প্রয়োগ করে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, আব্দুর রাজ্জাক (৫৫) দীর্ঘদিন যাবৎ জমির ভোগ দখল করে আসছিল।আব্দুর রাজ্জাক জানান, ২০১৩ সালে আমার বউয়ের নামে জমি টি ক্রয় করি। পেয়ার রহমান ও আসাদ আলী ৪৪ ধারায় মামলা করে এবং জমিটি তাদের বলে আমার সাথে ঝগড়া বিবাদ করে মামলাটির রায় আমি পাই এভাবে একের পর এক আমার নামে মামলা দিতে থাকে। ঠাকুরগাঁও জেলা বিজ্ঞ আদালত থেকে আমার বউয়ের নামে জমিটি রায় পায়। উক্ত জমিতে এর আগে আমি কলা চাষ করি সর্বশেষ গম চাষ করলে বুধবার দিনের বেলায় আমি গমটি ভাল দেখে আসি বৃহস্পতিবার  সকালে গম খেতে গিয়ে দেখি সব গম নষ্ট হয়ে গেছে।তিনি বলেন পূর্ব শত্রুতার জেরে পেয়ারা রহমান ও আসাদ আলী এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। আব্দুর রাজ্জাক আরো বলেন, এ নিয়ে আমি থানায় একটি অভিযোগ দায়ের করেছি এখনো থানা থেকে কোন তদন্তে আসেনি।

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, লুৎফর রহমান, পাইলট ও আমির জানান পেয়ার রহমান ও আসাদ আলীর সাথে  রাজ্জাক আলীর অনেক দিন যাবৎ ঐ জমি নিয়ে তাদের মামলা চলছে হয়তো তার জেরে এ ধরনের ঘটনা ঘটাতে পারে বলে তারা ধারণা করছেন।

 

রানীশংকৈল থানা ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ এর সাথে কথা বললে তিনি বলেন,আব্দুর রাজ্জাক আলী আমার কাছে একটি অভিযোগ দায়ের করেছেন তদন্ত সাপেক্ষে এর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Union ads Xx
© শ্যামল বাংলা 2025