আজঃ Wed, December 24, 2025 - 5:55:38
Upzila ads xx

তিতাসে ফ্রেন্ডস ক্লাবের ৯ম ধাপে মাদ্রাসা ছাত্রদের মাঝে শীতবস্ত্র উপহার

খবর
মোঃ আকতারুল ইসলাম আক্তার
পোস্টঃ 26/12/2020

মো আকতারুল ইসলাম আক্তার নিজস্ব প্রতিবেদক।। স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে নয়াকান্দি ইছহাকিয়া, শাহীনিয়া দারুল উলুম মাদরাসা ও এতিমখানার ছাত্র-ছাত্রীদের মাঝে সোয়েটার উপহার দেওয়া হয়েছে।

২৫ ডিসেম্বর শুক্রবার বাদ আসর অসহায় ও এতিম ছাত্রদের মাঝে সোয়েটার উপহার প্রদানের সময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক হালিম সৈকত, তিতাস উপজেলা শাখার সভাপতি মোঃ সবুজ মিয়া, সাধারণ সম্পাদক মেহরাব হোসেন সুমন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ আহমেদ,

রামচন্দ্রপুর ফাজিল ডিগ্রি মাদরাসার উপাধ্যক্ষ মুহাম্মাদ শামসুদ্দীন,  নারান্দিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ ওসমান খান, নয়াকান্দি ইছহাকিয়া, শাহীনিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মাওলানা ওমর ফারুক,  সহকারি শিক্ষক মোঃ সালাহ্উদ্দিন,  ক্যাশিয়ার মোঃ আবু তাহের, মাওলানা আলাউদ্দিন,  হাফেজ মোঃ আবু জাফর,  হাফেজ কারী আরিফ হোসেন,  নয়াকান্দি গ্রামের মুরব্বি আঃ আজিজ, তফাজ্জল হোসেন,  মোবারক হোসেন,  ফ্রেন্ডস ক্লাব  নারান্দিয়া ইউনিয়ন শাখার সভাপতি আল আমিন মাসুম, ভিটিকান্দি ইউনিয়ন শাখার সভাপতি মাহবুব হাসান নিরব, নারান্দিয়া ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন,  মোঃ জুয়েল রানা ও সদস্য হোসাইন মোহাম্মদ মিনজু প্রমুখ।  

ফ্রেন্ডস ক্লাবের সোয়েটার বিতরণ ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে  ৯ম ধাপে গতকাল ৫০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে এই কর্মসূচী চলবে বলে জানান ক্লাবটির নেতৃবৃন্দ।

Upzila ads xx
© শ্যামল বাংলা 2025