আজঃ Wed, May 21, 2025 - 6:28:51
Upzila ads xx

রানীশংকৈলে গোদরোগের উপর সামাজিক উদ্বুদ্বকরণ আলোচনা সভা

খবর
মোঃ মাহাবুব আলম
পোস্টঃ 25/12/2020

মাহাবুব আলম রাণীশংকৈল ( ঠাকুরগাঁও ) প্রতিনিধি ।। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে বৃহস্পতিবার (২৪ডিসেম্বর) সকাল ১১ টার সময় গোদরোগের উপর সামাজিক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দিকরা উপস্থিত ছিলেন ।

"গোদরোগে যত্ন নিলে বিকলাঙ্গতা থেকে মুক্তি মেলে"

এই প্রতিপাদ্যকে সামনে রেখে লেপ্রা বাংলাদেশ এবং ফাইলেরিয়াসিস নিমৃল, কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদ্র ডাক্তার কার্যক্রম, রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তর , এসবের যৌথভাবে বাস্তবায়ন ও এসেন্ড প্রকল্প, ইউকেএইড এর আর্থিক ও কারিগরি সহায়তায় উদ্বুদ্ধকরণ উপলক্ষে  আলোচনা অনুষ্ঠিত হয়।

 

সভায় উপস্থিত ছিলেন  উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, আঃ" লীগ সভাপতি ও ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক,  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, পৌর আ" লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার , প্রাথমিক শিক্ষা অফিসার মোকছেদুর রহমান  প্রমুখ  ।

 

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দলের রাজনৈতিক দলের নেতাকর্মী বৃন্দ ইউপি পরিষদের  চেয়ারম্যান , ও সাংবা

Upzila ads xx
© শ্যামল বাংলা 2025