আজঃ Wed, May 21, 2025 - 4:15:26
Union ads Xx

রানীশংকৈলে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিদায়

খবর
মোঃ মাহাবুব আলম
পোস্টঃ 23/12/2020

মাহাবুব আলম রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি ।।

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ২৩ ডিসেম্বর বুধবার বিকালে থানা চত্বরে সদ্য অবসরে যাওয়া পুলিশ সদস্য লুৎফর রহমানের( ৬০) বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় ।
তিনি রাণীশংকৈল উপজেলার নেকমরদ আরাজি চন্দন চহট গ্রামের মৃত ফুল মুহাম্মদের ছেলে ।

থানা সূত্রে জানা যায় লুৎফর রহমান ১৯৮০ সালে পুলিশ সদস্য হিসেবে প্রথম ঢাকার ডিএমপি'তে যোগদান করেন পরবর্তীতে তার চাকুরী জীবনের শেষ পর্যায়ে গত ১০-০৩-২০ খ্রীষ্টাব্দে পুলিশ সদস্য হিসেবে যোগদান করেন। এবং এই স্টেশনে ১-১২-২০ খ্রীষ্টাব্দে  দীর্ঘ কর্মজীবন সমাপ্ত করে পিআরএল যান।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার, রানীশংকৈল সার্কেল তোফাজ্জল হোসেন, অফিসার ইনচার্জ,  এস এম জাহিদ ইকবাল, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ সেখসহ থানা পুলিশের সকল এ এস আই, এ এস আই ও পুলিশ সদস্যবৃন্দ।

উল্লেখ্য, অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত সেই পুলিশ সদস্য'কে থানার নিজস্ব গাড়ীতে করে তার বাসভবনে পৌঁছে দেয় থানা পুলিশ।

Upzila ads xx
© শ্যামল বাংলা 2025