আজঃ Wed, May 21, 2025 - 4:08:26
Union ads Xx

পীরগঞ্জে বিদ্রোহী প্রার্থী নিয়ে আ.লীগ-বিএনপিতে অস্বস্তি

খবর
মোঃ আকতারুল ইসলাম আক্তার
পোস্টঃ 23/12/2020

মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার নির্বাচন। শহর জুড়ে বইছে নির্বাচনের হাওয়া। চায়ের দোকান থেকে শুরু করে সবখানেই চলছে নির্বাচনী আলোচনা।

পৌষের শীতকে হার মানিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটেছেন প্রার্থীরা। তবে বিদ্রোহী প্রার্থী নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলের প্রার্থীরাই বেশ অস্বস্তিতে রয়েছেন।

এবারের নির্বাচনে মেয়র পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ থেকে বর্তমান মেয়র কশিরুল আলম, বিএনপি থেকে রেজাউল করিম রাজা, জাতীয় পার্টি থেকে তৈয়ব আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাফিজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হক ও জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সহসভাপতি জয়নাল আবেদিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রকাশ্যে নৌকার পক্ষে কথা বললেও তৃনমূলের একটি বড় অংশ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন বলে অভিযোগ রয়েছে। তাই বিদ্রোহী প্রার্থী নিয়ে বেশ অস্বস্তিতে রয়েছেন দলীয় প্রার্থী কশিরুল। অন্যদিকে বিএনপিতেও রয়েছে বিদ্রোহী প্রার্থী। ভোটের মাঠে তারও অবস্থান ভালো।

বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রেজাউল করিম রাজা বলেন, ‘এখানে বিএনপির অবস্থা অনেক ভালো। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। পৌরবাসী আমার পক্ষে রয়েছেন।’

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কশিরুল আলম বলেন, ‘আমি সবসময় জনগণের জন্য কাজ করি। তাই দলীয় ভাবে আমাকেই মনোনীত করা হয়েছে। জনগণও আমাকে চায়। জনগণ আমাকেই ভোট দিয়ে আবারও নির্বাচিত করবে।’

স্বতন্ত্র প্রার্থী (নারিকেল গাছ প্রতীক) আওয়ামী লীগ নেতা ইকরামুল হক বলেন, ‘তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেওয়ায় নাখোশ স্থানীয়রা। তারা আমার জন্য মাঠে রয়েছে। জয় আমারই হবে।’

পীরগঞ্জ পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার জিলহাস উদ্দিন বলেন, ‘২৮ ডিসেম্বরের নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’

তবে বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হককে দলের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) রাতে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি মু. সাদেক কুরাইশী ও সাধারণ সম্পাদক দীপক কুমার রায় স্বাক্ষরিত এক চিঠিতে তাকে অব্যাহতি দেয়া হয়।

অপরদিকে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি জয়নাল আবেদিনকেও সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) ঠাকুরগাঁও জেলা বিএনপির দফতর সম্পাদক মামুন উর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

 

 

মোঃ আকতারুল ইসলাম আক্তার

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

মোবাইল 01762962637

Upzila ads xx
© শ্যামল বাংলা 2025