






























সরেজমিনে গিয়ে জানা যায়, প্রতিদিন বিকেলে নেকমরদ চৌরাস্তার মেইন রোডে অটো ও পাগলু স্ট্যান্ডে লোক সমাগমের কারণে দূরপাল্লার যানবাহন সহ বিপাকে পড়েছেন সাধারণ পথচারীরা।চৌরাস্তায় ট্রাফিক না থাকায় জনদুর্ভোগ বাড়ছে ব্যবসায়ীসহ বিভিন্ন জায়গা থেকে আসা পথচারীদের মাঝে।
অন্যদিকে সাপ্তাহিক হাট রবিবারে রাস্তায় বসছে হাট সেদিনের দুর্ভোগের যেন শেষই নেই।
সোহাগ আলী সহ কয়েকজন ব্যবসায়ী জানান, আমাদের নেকমরদ চৌরাস্তায় ট্রাফিক না থাকায় প্রতিদিন বিকালে পাগলু ও অটো রিকশা ভীড় জমানোর কারণে অনেক সময় দেখা যায় ২০ থেকে ২৫ মিনিট চৌরাস্তায় জ্যাম লেগে থাকে। এর দ্রুত সমাধান চান বলে তারা জানান।
এছাড়াও কয়েকজন পথচারী জানান, নেকমরদ চৌরাস্তা মোড়ে ট্রাফিক না থাকায় চার দিক থেকে আসা যানবাহন এবং পাগলু ও অটো স্ট্যান্ড রাস্তার উপর করায় আমরা প্রতিনিয়ত যানজটের শিকার হচ্ছি।এ ব্যাপারে আমরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা নির্বাহি অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবীর স্টীভ এর সাথে কথা বললে তিনি বলেন,খুব দ্রুত এর ব্যবস্থা নেওয়া হবে।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল জানান, আমরা ইতিমধ্যে সকলকে সতর্ক করে দিয়েছি। খুব শিঘ্রই নেকমরদ চৌরাস্তার সার্বিক সমস্যা নিরসনে কাজ করব ইনশাল্লাহ।
এ ব্যাপারে ২ নং নেকমরদ ইউপি চেয়ারম্যান এনামুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তাকে ফোনে পাওয়া যায়নি।