আজঃ Sat, September 13, 2025 - 7:51:13
Upzila ads xx

শুরু হলো রুবেলা টিকাদান ক্যাম্পেইন 2020

খবর
জিসান আহমেদ
পোস্টঃ 19/12/2020

সারদেশে শুরু হয়ে গেলো ছয় সপ্তাহব্যাপী জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০! হাম-রুবেলার জটিলতা থেকে বাঁচার সবচেয়ে সহজ উপায় হচ্ছে সঠিক সময়ে শিশুকে টিকা দেওয়া।

"আয় আয় সোনামণি টিকা নিয়ে যা" এই স্লোগান টি নিয়ে শুরু হলো রুবেলা টিকাদান ক্যাম্পেইন 2020। ক্যাম্পেইনটি শুরু হবে 19/12/2020ং থেকে শুরু করে 31/01/2021ইং পর্যন্ত। নয় মাস থেকে শুরু করে 10 বছরের কম বয়সী সকল শিশুদেরকে এই টিকা দেয়া করা হবে।



✅ আপনার ৯ মাস থেকে শুরু করে ১০ বছরের কম বয়সী সকল শিশুকে, উল্লেখিত সময়ের মধ্যে হাম-রুবেলার টিকা দিন।

✅ আগে টিকা দেওয়া থাকলেও এই ক্যাম্পেইনে আবারো টিকা দিতে হবে।

✅ বর্তমান করোনাভাইরাস মহামারি বিবেচনা করে নিজ সুরক্ষায় টিকাকেন্দ্রে শারীরিক দূরত্ব বজায় রাখা, টিস্যু বা কনুই দিয়ে মুখ ঢেকে হাঁচি কাশি দেওয়া ও মাস্ক পরাসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলুন।

তাই আর দেরি না করে একজন দায়িত্ববান মা-বাবা হিসেবে সোনামণিকে হাম-রুবেলার টিকা দিয়ে সুরক্ষিত করুন।
Union ads Xx
© শ্যামল বাংলা 2025