






























জেলার পীরগঞ্জ উপজেলার ৮নং দৌলতপুর ইউনিয়নের টাঙ্গন নদীর কদমতলীর ঘাট হতে অবাধে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল একটি সিন্ডিকেট। বৃহস্পতিবার সকালে একইভাবে বালু উত্তোলনের খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনের ছবি ধারণ করতে গেলে সিন্ডিকেট সদস্য হবি লাঠি দিয়ে সাংবাদিকদের মারধর করেন। খবর পেয়ে পীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল হতে ২টি বালুর গাড়ি আটক করে। কিন্তু তাৎক্ষনিকভাবে মামলা হয়নি বা জরিমানা করা হয়নি।
এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলার সংবাদকর্মী আব্দুল আলিম বলেন, পীরগন্জ উপজেলার ১২টি স্পট হতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে সিন্ডিকেট সদস্যরা। বৃহস্পতিবার খবর পেয়ে আমরা ৪/৫ জন সংবাদকর্মী কদমতলীর ঘাটে ছবি তুলতে গেলে হবি নামে একজন বালু বিক্রেতা আমাদের উপর হামলা চালায়। পরে থানায় খবর দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। অবশ্য পুলিশ ২টি মাহিন্দ্র ট্রাক্টর আটক করে থানায় নিয়ে আসে। পরে এসিল্যান্ড ঘটনাস্থল পরিদর্শন করলেও কোন জরিমানা করেননি। এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)তরিকুল ইসলাম বলেন, গাড়ি গুলো কোন এলাকায় বালু উত্তোলন করেছিল সেটা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম বলেন, নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন করা অপরাধ। যারা অবৈধ ভাবে বালু তুলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কিছুদিন আগেও সেই নদীর ঘাট থেকে ৭টি গাড়ি আটক করে জরিমানা করা হয়েছিল।