আজঃ Thu, November 06, 2025 - 12:19:09
unlimited

ঠাকুরগাঁওয়ে টাস্কফোর্সের অভিযানে ১০ কেজি গাঁজা সহ আটক ২

খবর
মোঃ আকতারুল ইসলাম আক্তার
পোস্টঃ 17/12/2020

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে টাস্কফোর্সের অভিযানে ১০ কেজি গাঁজা সহ আটক ২ সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনের নের্তৃত্বে মাদক বিরোধী বিশেষ টাস্কফোর্স অভিযানে ট্রাক টার্মিনালের এর পার্শ্বে চব্বিশ টিউবওয়েল নামক স্থানে কুমিল্লা হতে আসা
সাইফি পরিবহনে আসা রানীশংকৈল নিবাসী মিলন চন্দ্র (২২) পিতা দীলিপ কুমার এবং হরিপুর নিবাসী মোঃ দুলাল (২৫) পিতা মোঃ গোলাপ এর কাছ থেকে ১০ কেজি গাজা উদ্ধার করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ- আল মামুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শককে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ দেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Upzila ads xx
© শ্যামল বাংলা 2025