আজঃ Mon, July 07, 2025 - 12:47:10
upazila ads

রাণীশংকৈলে ৬৫ বছরের বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

খবর
জিসান আহমেদ
পোস্টঃ 07/12/2020

মাহাবুব আলম, রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা মহল্লায় ৭ ডিসেম্বর সোমবার রমজান মেকার ( ৬৫ ) নামে এক বৃদ্ধের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে ।

রমজান ঐ মহল্লার  মৃত শুক্কুরউদ্দিনের ছেলে । থানা সূত্রে জানা গেছে এ দিন সকালে রমজান আলী , ও তার স্ত্রী আনজুয়ারা এক সাথে ঘুম থেকে উঠেন। রমজান বাড়ির বাইরে ঘুরাঘুরির ফাঁকে এক সময় সবার অগোচরে তার শোবার ঘরে ঢুকে  বাঁশের শরের সাথে দড়ি বেঁধে গলায় ফাঁস দেন।  এ সময় তার স্ত্রী আনজুয়ারা দেখতে পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে  ঝুলন্ত রমজানকে শর থেকে নামালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থল পরিদর্শন করে ।  তদন্ত কর্মকর্তা এ এস আই মিজান জানান আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে। ওসি( তদন্ত) আব্দুল লতিফ শেখ বলেন, লাশের ময়না তদন্ত রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে।

মাহাবুব আলম

রাণীশংকৈল,ঠাকুরগাও

০১৭৩৮৪৮৯৯৭২

Upzila ads xx
© শ্যামল বাংলা 2025