আজঃ Wed, May 21, 2025 - 1:35:56
Union ads Xx

বান্দরবানের লামায়  ১৭টি উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

খবর
জিসান আহমেদ
পোস্টঃ 27/11/2020

বান্দরবান প্রতিনিধিঃ মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী /
বান্দরবানের লামায় ১৭টি উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর শুক্রবার বেলা ১১টায় মন্ত্রী উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী । বান্দরবানের লামায় ৪৬ কোটি টাকার ১৭টি উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর। শুক্রবার বেলা ১১টায় মন্ত্রী এসব উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে এক জনসভায় ভাষন দেন। বান্দরবান জেলা প্রশাসক দাউদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা চত্বরে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামে উন্নয়নে খুবই আন্তরিক। পার্বত্য চট্টগ্রামে জনগোষ্ঠির উন্নয়নে বর্তমান প্রধান মন্ত্রী এতদাঞ্চলে সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন।
CCC

লামা পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো: হেলালুদ্দিন আহমেদ, স্থানীয় সরকার বিভাগের প্রধান প্রকৌশলী আবদুর রশীদ খান, লামা উপজেলা চেয়ারম্যান মো: মোস্তাফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার রেজা রশীদ সহ প্রমূখ

এর আগে মন্ত্রী স্থানীয় সরকার বিভাগ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, জেলা পরিষদ, সড়ক ও জনপথ কর্তৃক বাস্তবায়নাধীন ৬ কোটি ১৮ লাখ ৭৭ হাজার টাকা ব্যায়ে উপজেলা প্রশাসনিক ভবন-হলরুম, ১ কোটি ৬৫ লাখ ১৮ হাজার টাকা ব্যায়ে উপজেলা চেয়ারম্যানের বাসভবন, ১ কোটি ২৬ লাখ ১৮ হাজার টাকা ব্যায়ে উপজেলা নির্বাহী অফিসারের বাস ভবন নির্মান, ৫ কোটি ৫৪ লাখ ৭০ হাজার টাকা ব্যায়ে রাজবাড়ি-লামা-রুপসীপাড়া সড়ক পূনর্বাসন চেইনেজ ০০-৩১০ মি: নির্মান, সড়ক ও জনপথ বিভাগের বাস্তবায়নাধিন ১১কোটি ৫০ লাখ টাকা ব্যায়ে লামা বাজার থেকে লাইনঝিরি পর্যন্ত তিন কি:মি: রাস্তা উন্নয়ন, ১৩ কোটি টাকা ব্যায়ে গণপূর্ত বিভাগ কর্তৃক বাস্তবায়নাধিন লামা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

একই সময় ৫৯ লাখ ২১ হাজার টাকা ব্যায়ে লামা মুক্তিযোদ্ধা স্মৃতি যাদুগার নির্মান কাজের উদ্বোধন, ৬৭ লাখ ৭২ হাজার টাকা ব্যায়ে লামামুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মান কাজের উদ্বোধন, ৮৭ লাখ ৮৬ হাজার টাকা ব্যায়ে শীলেরতুয়া মার্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মান কাজের উদ্বোধন করেন। এছাড়া ২৭ লাখ টাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে লামা-রুপসীপাড়া-অংহ্লাপাড়া রাস্তা উন্নয়ন, ২৫ লাখা টাকা ব্যায়ে লামা মিশনঘাট জামে মসজিদ উদ্বোধন, ২০ লাখ টাকা ব্যায়ে মাতামুহুরী কলেজ ডাইনিক হল-ওয়াশরুম নির্মান (বৈদ্যুতিক পাখা সরবরাহ) উদ্বোধন ও ৪০ লাখ টাকা ব্যায়ে কলেজের ছাত্রবাস উধ্বমূখী সম্প্রসারণ ও কলেজের অভ্যান্তরীণ রাস্তা উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব

unlimited
© শ্যামল বাংলা 2025