আজঃ Wed, May 21, 2025 - 1:34:35
upazila ads

মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের বৈধ সুযোগ

খবর
জিসান আহমেদ
পোস্টঃ 17/11/2020

মালয়েশিয়ায় থাকা অবৈধ প্রবাসীদের জন্য সুখবর। শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ সহ আরো ১৪ টি দেশের প্রবাসীরা এ সুযোগ পাচ্ছে মালয়েশিয়া সরকার শর্তসাপেক্ষে চারটি খাতে বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে প্রবাসীদের কে ১৬ নভেম্বর থেকে কার্যক্রমটি শুরু হয়েছে এবং এটি চলবে ৩০ জুন ২০২১ পর্যন্ত।

তিন লাখেরও বেশি বাংলাদেশি অবৈধভাবে অবস্থান করছেন মালয়েশিয়াতে এবং এই সুযোগ দেওয়াতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে বাংলাদেশীদের জন্য এ সুবিধাটি পাওয়ার জন্য ৩০ নভেম্বর থেকে আগামী ৩০ জুনের মধ্যে আবেদন করতে হবে।যে চারটি খাতে বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে সরকার সেগুলো হল কনস্ট্রাকশন সেক্টর ম্যানুফ্যাকচারিং সেক্টর প্লান্টেশন সেক্টর এবং এগ্রিকালচারাল সেক্টর।

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন ইন একটি বিজ্ঞপ্তি দিয়েছেন এতে বলা হয়েছে এই কর্মসূচির জন্য কোন এজেন্ট বা ভেন্ডার নিয়োগের প্রয়োজন নেই।শুধু নিয়োগকর্তা বা কোম্পানির অবৈধ কর্মীদের নামসহ সরাসরি ইমিগ্রেশন অফিসের আবেদন করতে হবে । নিজ নিজ ইমিগ্রেশন গিয়ে বৈধ হওয়া যাবে না। এতে খরচ হবে বাংলাদেশি টাকায় ১ লক্ষ টাকার মতো।

ইমিগ্রেশনের তথ্য অনুযায়ী খরচের একটা হিসাব এখানে তুলে ধরা হলো ।

  • ডিপোজিট ফি ৫০০ রিংগিত
  • কম্পাউন্ড জরিমানা ১৫০০ রিঙ্গিত
  • লেভি ১৮৫০ রিঙ্গিত
  • করোনা টেস্ট ৩৮০ রিঙ্গিত
  • মেডিকেল ফোমিমা ১৮০ রিঙ্গিত
  • পারমিট ২০৫ রিঙ্গিত
  • ইন্সুরেন্স ১৮০ রিংগিত

এবং নিয়োগদাতা কোম্পানির খরচ সম্পূর্ণ আলাদা , তবে কত শ্রমিক বৈধ হওয়ার সুযোগ পাবেন তা নিয়ে কোন তথ্য দেননি মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ।

সূত্রঃ বিবিসি

upazila ads
© শ্যামল বাংলা 2025