আজঃ Tue, May 13, 2025 - 5:15:41
unlimited

৬নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হচ্ছেন জনাব এইচ এম কমর উদ্দিন

খবর
জিসান আহমেদ
পোস্টঃ 08/10/2021

মোঃমোরশেদ আলম চৌধুরীঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন তরুণ মেধাবী উদীয়মান ব্যক্তিত্ব জনাব এইচ এম কমর উদ্দীন।

৩নং ফাঁসিয়াখালী ইউনিয়ন ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষেও রয়েছে এই তরুণ। নির্বাচনী মাঠে  তিনি সবার কাছে সু-পরিচিত। কারণ এলাকার কোন নিরীহ মানুষ সমস্যায় পড়লে দুর থেকে আর্থিক ভাবে পাশে দাঁড়ান এই যুবক।

এ কারণে এলাকার সব বয়সী ও শ্রেনী পেশার মানুষের কাছে রয়েছে তাঁর জনপ্রিয়তা। উদীয়মান এই তরুণ ওই এলাকার প্রাথমিক শিক্ষক জনাব মাস্টার জয়নাল আবেদীনের প্রিয় ছোট ভাই।

সম্ভাব্য মেম্বার প্রার্থী এইচ এম কমর উদ্দীন বলেন, শুধু ব্যক্তিগত সহযোগীতা দিয়ে সমাজ ও মানুষের উন্নয়ন করা সম্ভব নয়।

বৃহৎ পরিসরে সমাজের উন্নয়ন করতে হলে একটি মাধ্যমের প্রয়োজন।

তাই তিনি সমাজ ও মানুষের সেবা করতে আগামী ৩নংফাঁসিয়াখালী ইউপি নির্বাচনে ৬ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী  হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি নির্বাচনে বিজয়ী হতে দলমত নির্বিশেষে সকলের সার্বিক সহযোগীতা ও দোয়া কামনা করেছেন।

Union ads Xx
© শ্যামল বাংলা 2025