আজঃ শনি, ২০ এপ্রিল ২০২৪

বঙ্গকন্যা হাসিনা

লিখেছেনঃ রাইয়্যান ইসলাম রকিব পঠিত 694 বার
বঙ্গকন্যা হাসিনা
বঙ্গকন্যা হাসিনা


বঙ্গকন্যা হাসিনা
রাইয়্যান ইসলাম রকিব

বাংলার প্রিয় কন্যা
বাঙালির সরকার
তুমি বঙ্গবন্ধুর কন্যা বাংলার অহংকার।

যখন হয়েছিল একাত্তরের নির্মম যুদ্ধ
তোমার বাবা ছিল সেই যুদ্ধের প্রধান নায়ক
সাহসী বীরের মতো যখন দিলেন নেতৃত্ব
বাংলার ৩০ লক্ষ জনতা বিলিয়ে দিল রক্ত।

“বঙ্গবন্ধুর মৃত্যুর পর যখন ঘনিয়ে এলো অন্ধকার,
নেত্রী হয়ে সেই অন্ধকার দূর করে আনলে আলোর দিশার”।
“বাংলার ঘরে ঘরে আনলে বিদ্যুতের আলোর দিশা,
ডিজিটাল বাংলাদেশ গড়ার শপথ নিলে ২১ সালের প্রত্যয়”।

বাংলার গরিব-দুঃখী জনতা বলে
তুমি উন্নত দেশের সৃষ্টির রুপকার,
সবুজ-শ্যামল বনভূমি বলে
তুুমি বাংলার অহংকার।

মায়ানমারের মুসলিমরা যখন ছিল অপমানিত
লাঞ্ছিত,বঞ্চিত ও অবহেলিত বিশ্বের
কোন দেশ করিলোনা সাহায্য।

তুমি আশ্রয় দিয়ে পেলে উপাধি
মাদার অফ হিউমিনিটি”
বাংলা কে প্রতিষ্ঠা করলে বিশ্বের
দরবারে সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠ।

“অনেকেই বলেছিলো পারবে না তুমি পদ্মা সেতু গড়তে,
অসম্ভবকে সম্ভব করে করেছ তুমি বিশ্বের দরবারে পদ্মার স্মৃতিস্তম্ভ।
তোমাকে নিয়ে সুখী থাকবে এটাই বাঙ্গালীর অহংকার,
তোমাকে নিয়ে গড়বে বাঙালি ডিজিটাল বাংলার রূপকার।

“বঙ্গবন্ধুর দেওয়া কথা রেখে তুমি হয়েছো বিশ্বের অন্যতম নেত্রী
বাংলাকে উন্নত করার মর্যাদায় পিছপা হওনি
তুমি তোমারই সাথে বাঙালি গড়বে উন্নত বঙ্গভূমি।

রাইয়্যান ইসলাম রকিব
এইচএসসি দ্বিতীয় পর্ব
বিজ্ঞান শাখা
রাণীশংকৈল ডিগ্রী কলেজ
ঠাকুরগাঁও