আজঃ বৃহস্পতি, ২৮ মার্চ ২০২৪

মোবাইল IMEI জরুরি কেন।

লিখেছেনঃ জিসান আহমেদ পঠিত 201 বার
মোবাইল IMEI জরুরি কেন।
মোবাইল IMEI জরুরি কেন।


আপনার শখের মোবাইল ফোনের International Mobile Equipment Identity (IMEI) নাম্বার জানেন তো, যদি না জানেন তাহলে এখুনি জেনে নিন এবং নোট করে রাখুন। আপনার ফোনে *#06# ডায়াল করুন দেখবেন ১৫ ডিজিটের নাম্বারটিই হল আপনার ফোনের IMEI। গত পহেলা মে ২০১৩ইং আমার শখের ফোনটি হারিয়ে গেছে এখন IMEI নাম্বার দিয়ে উদ্ধার কাজ চলছে, আশা করি খুব তাড়া-তাড়ি পেয়ে যাব।



আমার মত সবাই IMEI নাম্বারটা ভবিষ্যতের জন্য সংগ্রহে রাখুন উপকারে আসবে। এখন আমি বুঝতেছি IMEI নাম্বার কত জরুরি।

ফোনটি চুরি বা হারিয়ে গেলে দেরি না করে নিকটস্থ থানায় গিয়ে একটা সাধারণ ডায়েরী করুন কীভাবে কখন কোথা থেকে চুরি বা হারিয়েছে। তারপর, পুলিশ এর সহযোগিতা নিয়ে উদ্ধার করতে পারবেন।